রাজবাড়ীতে মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে ড্রেস মেকিং এন্ড টেইলারিং ট্রেডের প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও জেলার দুস্থ মহিলা ও শিশুদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ আয়োজন করা হয়।
শুরুতেই প্রশিক্ষণ কর্মসূচীর গুরুত্ব বিষয়ে আলোচনা সভা অন্ুিষ্ঠত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য। অন্যদের মাঝে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আজমীর হোসেন, দপ্তরটির প্রোগ্রাম কর্মকর্তা তাহমিদা খানম প্রমুখ।
আলোচনা শেষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ড্রেস মেকিং এন্ড টেইলারিং ট্রেডের ২০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সেলাই মেশিন এবং ৫ জন দুস্থ মহিলা ও শিশুদের প্রত্যেকজনকে সাহায্য তহবিলের ১৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari