বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার রাজবাড়ী পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং সাবেক সংসদ সদস্য ইয়াসমিন আরা হক। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
জাতীয়তাবাদী মহিলা দল রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রাজবাড়ী জেলা মহিলা দলের সভাপতি কুমকুম নজরুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা মহিলা দলের সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি, যুগ্ম-সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি, সাংগঠনিক সম্পাদক রাজিয়া বেগম প্রমুখ বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার পিয়া।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইয়াসমিন আরা হক বলেন, জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার আট দিন পর মহিলা দল গঠন করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারী-পুরুষ সকলের সমানাধিকার রয়েছে। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ১৯৭৮ সালের আজকের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। নারীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী-দিনে বিএনপিকে ক্ষমতায় বসানো সম্ভব।
প্রধান বক্তা সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের নেতা তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারে, তারেক রহমান প্রধানমন্ত্রী না হতে পারে, বিএনপি ক্ষমতায় না যেতে পারে এই ষড়যন্ত্র হচ্ছে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম উশৃংখলা তৈরী করে, সন্ত্রাস তৈরী করে বিভিন্ন ঘটনা ঘটানো হচ্ছে। আমি মা বোনদের বলবো এই ষড়যন্ত্র মোকাবেলা করতে আপনাদের অনেক ভূমিকা রাখতে হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari