তারুণ্যের উৎসব জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫ শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ-অঞ্চল এর জেলা পর্যায়ের উৎসব রাজবাড়ী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অপার সম্ভাবনাময় তরুণদের রাষ্ট্রের উন্নয়ন কাঠামোর মূল স্রোতধারায় সংযুক্তি ও খেলাধুলাসহ মননশীল কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে সুস্থধারার জাতি গঠনের উপর প্রধান অতিথি বিশেষ গুরুত্বারোপ করা হয়।
দেশজুড়ে নতুন করে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন যৌথভাবে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মো: কামরুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আজহমেদ প্রমুখ।
সভাপতিত্ব করেন রাজবাড়ী ফুটবল এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari