রাজবাড়ী জেলার গোয়ালন্দে নুরুল হক মোল্লা ওরফে নুরা পাগলার দরবারে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট এবং কবর থেকে মরদেহ উঠিয়ে পোড়ানোর ঘটনায় নিহত ভক্ত রাসেল হত্যা মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলার পরপরই অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, মানিকগঞ্জের ঘিওওর উপজেলার বড় ঠাকুরকান্দি এলাকার মাওলানা বাহাউদ্দিনের ছেলে আব্দুল লাতিফ (৩৫) ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার আলম চৌধুরীপাড়া এলাকার বিল্লাল মন্ডলের ছেলে অভি মন্ডল রঞ্জু (২৯)।
নিহত রাসেল মোল্লা (২৮) গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. আজাদ মোল্লার ছেলে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে নিহতের বাবা মো. আজাদ মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। মামলায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলায় উল্লেখ রয়েছে আসামীরা নিহত রাসেল মোল্লাকে এলোপাথারি পিটিয়ে হত্যা করেছে।
গত শুক্রবার দরবারে হামলার সময় রাসেল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে ফের হামলার শিকার হন। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তার মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব জানান, “রাসেলের বাবার দায়ের করা মামলায় নতুন করে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। এর ফলে দুই মামলায় এখন পর্যন্ত মোট ১৮ জন গ্রেফতার হলো। পূর্বের মামলার অনেক আসামিকেই নতুন মামলায়ও গ্রেফতার দেখানো হবে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari