বালিয়াকান্দি উপজেলার সোনাপুর সড়কে দুবলাবাড়ী এলাকায় মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ ৩ জন আহত হয়েছে। গুরুতর আহত ২জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে গত মঙ্গলবার রাতে।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার বিদ্যুৎ কুমার জানান, রাত ৮টার দিকে মটরসাইকেল দুর্ঘটনায় বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামের হাফেজ সেখের ছেলে গনির সেখ (২৩), ঢোলজানী গ্রামের আমির মিয়া(৬০) কে ফরিদপুরে রেফার্ড করা হয়েছে। মহারাজপুর গ্রামের আব্দুল কারের ছেলে আব্দুল খালেক(৬০) কে বালিয়াকান্দি ভর্তি করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari