রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অন্তারমোড় এলাকায় পদ্মা নদীর ভাঙন রোধে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের বরাদ্দকৃত অর্থে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে। সোমবার সকালে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান কার্যক্রম পরিদর্শন করেছেন।
জানা গেছে, টেন্ডারের মাধ্যমে বালু ভর্তি জিও ব্যাগ কাজের তদারকি করছেন মেসার্স মল্লিক এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদার মো. আতিকুর রহমান বলেন, পদ্মার ভাঙ্গন রোধে ৫৫০ বস্তা জিও ব্যাগ ফেলা হবে। প্রতি ব্যাগে ২৫০ কেজি করে ১ লক্ষ ৩৭ হাজার ৫০০ কেজি বালু ফেলা হবে ভাঙ্গন এলাকায়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান বলেন, উপজেলা প্রশাসনের বরাদ্দকৃত অর্থে অন্তারমোড় এলাকায় ভাঙ্গন রোধে আপাতত ৫৫০ বস্তা বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হবে। পরবর্তীতে অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari