রাজবাড়ী জেলার কালুখালীতে অগ্নিকান্ডে ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়সহ ৪ টি দোকান পুড়ে গেছে। রোববার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঝাউগ্রাম বাজারে এ দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত ১২টার পর ঝাউগ্রাম বাজার থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। তখন আশপাশের লোকজন ছুটে আসে। তারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধাঘন্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৪ দোকান আগুনে পুড়ে যায়। এর মধ্যে একটি ছিল কালিকাপুর ইউনিয়ন শাখা জামায়াতের কার্যালয়। পাশাপাশি তালাবদ্ধ একটি রাইস মিলে থাকা মালামালও আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
রাইস মিল ব্যবসায়ী উজ্জ্বল শেখ বলেন, তার দুটি মোটর, একটি রাইস মেশিন, গমের মেশিন, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও দোকানের নানা সরঞ্জাম ও মালামাল আগুনে পুড়ে গেছে। এতে তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমাদের সদস্যরা ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari