রাজবাড়ীতে সরকার পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের প্রায় ৫০ শতাংশের বেশি পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার মধ্যরাতের কোনো এক সময়ে স্টাফ কোয়ার্টারে পার্কিং করা অবস্থায় বাসটিতে আগুন দেওয়ার পাশাপাশি তাদের বাড়িতেও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত সরকার পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার পরিবহনের বাসগুলো ট্রিপ শেষে মালিক সমিতির অফিসের সামনে ও স্টাফ কোয়ার্টারের ভেতরে রাতে পার্কিং করে রাখা হয়। একটি বাস ১০/১৫ দিন ধরে স্টাফ কোয়ার্টারের মধ্যে ছিল। মঙ্গলবার দিবাগত রাতে জানতে পারেন স্টাফ কোয়ার্টারের মধ্যে রাখা আমাদের একটি বাস আগুনে পুড়ছে। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নেভায়। সকালে বাসটি মেরামতের জন্য শ্রীপুর টার্মিনালে নিয়ে আসি। আমাদের আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সরকার পরিবহনের মালিক কুঞ্জন সরকার এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খো. মাহমুদুল হক জুয়েল বলেন, দিবাগত রাতে মালিক সমিতি অফিসের সন্নিকটেই সরকার পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা থানা পুলিশকে জানিয়েছি। এ ধরনের যারা অপরাধীরা সমাজ বা রাষ্ট্রের মধ্যে অরাজকতা তৈরি করার পাঁয়তারা করছে। বিষয়টি উদঘাটিত না হলে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, এখন পর্যন্ত আমরা থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আমাদের অফিসাররা কাজ করছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari