রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সামচু মাস্টার পাড়া এলাকায় গাছের সাথে রশি দিয়ে ফাঁসি নিয়ে এক যুবকের আত্মহত্যা করেছে। নিহত যুবক শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মৃধা কান্দি গ্রামের জয়দল সরদারের ছেলে নুরু সরদার (৩৫)। তিনি সামচু মাস্টার পাড়া গ্রামের গিয়াস উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া।
জানা যায়, নুরু সরদার মঙ্গলবার রাতের কোনো এক সময় বড়ই গাছের ডালের সাথে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, দৌলতদিয়া সামচু মাস্টার পাড়া এলাকায় এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari