রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মরা পদ্মায় কয়েকদিন যাবৎ অবৈধভাবে ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলন করার দায়ে ২৫-৩০টি ড্রেজিং পাইপ ২টি ড্রেজিং মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান।
ইউএনও জানান, প্রশাসনের অনুমতি ছাড়া অবৈধভাবে মরা পদ্মা থেকে ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলন আইনত দন্ডনীয় অপরাধ। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২৫-৩০টি পাইপ ও বালু উত্তোলনে ব্যবহৃত ২টি বড় শ্যালো মেশিন ধ্বংস করা হয়েছে। তিনি আরও জানান, যারা অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari