রাজবাড়ীতে ৬টি দরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে গাভী বিতরণ করেছে সমাজ উন্নয়ন পরিষদ (সমপদ) নামে একটি এনজিও। শনিবার দুপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে রাজবাড়ী জেলা শহরের ১ নম্বর বেড়াডাঙ্গা এলাকার শাপলা কিন্ডার গার্টেনে এ আয়োজন করা হয়।
সমাজ উন্নয়ন পরিষদ (সমপদ) এনজিও'র নির্বাহী পরিচালক মো. হেলাল উদ্দিন সরদারের সভাপতিত্ব বিতরণ অন্ষ্ঠুানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার আমলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. কুদরত আলী, সাবেক জেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাজ্জাক মিয়া, বরাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নার্গিস বেগম প্রমুখ।
বক্তারা বলেন, রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ৬ টি হতদরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়েছে। গাভী পালন করে তারা যাতে স্বাবলম্বী হতে পারেন সেই লক্ষ্যেই সরকারের এ উদ্যোগ।
এর আগে এ ৬ টি পরিবারের ১২ জন সদস্যকে (স্বামী-স্ত্রী) গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari