শিল্পী তাপস কর্মকারের একক রবীন্দ্র সঙ্গীতের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আবোল তাবোল শিশু সংগঠনের আয়োজনে গত শুক্রবার রাত ৮টায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সাথে শিল্পী তাপস কর্মকারের ‘আমায় তাই পরালে মালা’ শিরোনামে একক রবীন্দ্রসঙ্গীত অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়।
একক সঙ্গীত সন্ধ্যায় শিল্পী তাপস কর্মকার পূজা পর্ব, প্রেম পর্ব এবং ষড়ঋতুর মোট ১০টি গান পরিবেশন করেন। এসব গানের মধ্যে ছিল আজি ধানের ক্ষেতে রোদ্র ছায়ায়, গানে গানে তব বন্ধন যাক টুটে, মন মোর মেঘেরও সঙ্গী, আজি শ্রাবণ ঘন গহন মোহে, ওগো শেফালি বনের মনের কামনা ইত্যাদি। শিল্পীকে সঙ্গত দেন মন্দিরায় তরুণ কর্মকার এবং তবলায় পুলক বিশ^াস। গানের মাঝে রবীন্দ্রনাথে গান নিয়ে নানা বিশ্লেষণ করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিজানুর রহমান তাসলীম।
এর আগে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবোল তাবোল শিশু সংগঠনের সভাপতি অ্যাড. দেবাহুতি চক্রবর্তী। আলোচনায় অংশ নেন মিজানুর রহমান তাসলীম, তরুণ কর্মকার ও শিল্পী তাপস কর্মকার।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari