রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ১১ কেজি ওজনের একটি পাঙ্গাশ জেলের জালে ধরা পড়েছে। মাছটি ১৬ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে ওই পাঙ্গাশটি বিক্রি হয়।
সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে বাহিরচর এলাকায় পদ্মায় পাঙ্গাশ মাছটি ধরা পড়ে স্থানীয় জেলে কাদের মন্ডলের জালে।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী জানান, পাঙ্গাশটি বিক্রি করতে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় রেজাউল ইসলামের মাছের আড়তে নিয়ে আসেন জেলে কাদের মন্ডল। উন্মুক্ত নিলাম ডাকে এক হাজার ৪৫০ টাকা কেজি দরে ১১ কেজি ওজনের পাঙ্গাশটি আমি কিনে নিই। পরে অনলাইনে যোগাযোগ করে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা এলাকার জার্মানপ্রবাসী এক ব্যক্তির কাছে দেড় হাজার টাকা কেজি দরে পাঙ্গাশটি আমি ১৬ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari