বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী বালিয়াকান্দিতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বিকালে বালিয়াকান্দি স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ওয়াপদা মোড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করে নেতাকর্মীরা। পরে তারা ওয়াপদা মোড়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করেন।
এ সময় রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব তুহিনুর রহমান, রাজবাড়ী জেলা যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মন্ডল, বিশেষ অতিথি, হারুনুর রশিদ লিটন, স্বেচ্ছাসেবক নেতা মুক্তার হোসেন, ইমদাদুল হক, মিলন, অপু ভুইয়া, সোহাগ হোসেন, লিটন শেখ, রতন মন্ডল, পিরুল মাহমুদসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari