রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে দুই গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাসুদেবপুর ও রঘুনাথপুরের আদিবাসীদের মধ্যে এ ঘটনা ঘটে।
জানা যায়, পূজা চলাকালে মদ্যপ অবস্থায় কয়েকজন নাচানাচি করছিল। এ সময় তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রঘুনাথপুর গ্রামের তপন (২৫) ও বাসুদেবপুর গ্রামের বিকাশ (২৩) আহত হন। তাদের রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় টহল ও সতর্ক নজরদারি অব্যাহত আছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari