রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণ করার মামলায় একজন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড তমিজুদ্দিন মৃধা পাড়া বাসিন্দা মো. ছামাদ মোল্লার ছেলে মো. আ. ছালাম মোল্লা (২৬)।
এজাহার সূত্রে জানা যায়, ৭ জুলাই রাত ১১ ঘটিকার দিকে আসামী ছালাম মোল্লা ভিকটিমের শোয়ার ঘরে প্রবেশ করে বিয়ের প্রলোভন দিয়ে ওই নারীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এব্যাপারে গত ১৯ আগস্ট গোয়ালন্দ ঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হলে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের দিকনির্দেশনায় গোয়ালন্দ থানাধীন দৌলতদিয়া ৭ নং ওয়ার্ড সৈদাল পাড়া অবস্থিত রশিদ শিকদারের দোকানের সামনে হতে আসামী ছালাম মোল্লাকে (২৬) গ্রেফতার করে।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করে। বুধবার আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari