শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহেদ আলী বিশ্বাস। বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সদর আলী, সিনিয়র শিক্ষক মো. জহুরুল ইসলাম, মো. শরিফুল ইসলাম, মো. আব্দুল কাইয়ুম, সাজিয়া আফরীন, অভিভাবক তৌহিদ মনির, সৈয়দ মেহেদী মাসুদ, কামাল হোসেন প্রমুখ।
প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস বলেন, “শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন দেয়া যাবে না। পড়াশোনার পাশাপাশি বাকি সময়টুকু তারা কীভাবে ব্যয় করছে, সে দিকেও অভিভাবকদের নজর রাখতে হবে। শিক্ষার্থীদের মানসিক বিকাশের বিষয়েও সমান গুরুত্ব দিতে হবে শিক্ষক ও অভিভাবকদের। বিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদেরও নিবিড় সম্পর্ক থাকা প্রয়োজন। কারণ, অনেক সময় বিদ্যালয়ের নানা অসংগতি অভিভাবকদের চোখেই ধরা পড়ে। শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অভিভাবকরা বলেন, এ ধরনের মতবিনিময় সভা শিক্ষার্থীদের শিক্ষার মান বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সম্পর্ক জোরদার হলে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ আরও উন্নত হবে বলে তারা মত দেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari