রাজবাড়ী জেলা প্রশাসন ও ভূমি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র ন্যাশনাল কনসালটেন্ট মো. আতিকুল হক। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার কামরুল ইসলাম, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিফ-উল-হাসান। এসময় জেলা ও উপজেলা প্রশাসন এবং ভূমি প্রশাসনসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari