‘মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ে তুলি’ স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকেল ৫ টায় উজানচর সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি বনাম দক্ষিণ দৌলতদিয়া যুব শক্তি ক্লাব একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় যুব শক্তি ক্লাব ৩-০ গোলে গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি দলকে পরাজিত করে জয়ী হয়।
প্রীতি ম্যাচে যুব শক্তি ক্লাবের সভাপতি মো. আবু সাঈদ সোহাগের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা ব্রাক সংস্থার ম্যানেজার মো. ফরহাদ হোসেন, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির উপদেষ্টা মো. সাজ্জাদ হোসেন, মো. ফারুক হোসেন, গোয়ালন্দ ফুটবল একিডেমীর উপদেষ্টা কেএম সোহেল মাহমুদ, মো. তাহাজ্জুত হোসেন তাহা, মো. ফারুক মোল্লা, সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেন নারু, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সদস্য সুলতান মাহমুদ সবুজ, নিজাম মোল্লা, মো. সুলতান ফকির, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুব শক্তি ক্লাবের সাধারণ সম্পাদক মো. হোসাইন প্রমুখসহ দুটি সংগঠনের অন্যান্য সদস্য ও খেলাপ্রেমী দর্শক মন্ডলী।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari