গোয়ালন্দ উপজেলার বিদায়ী ইউএওনও আজিজুল হক খানের বিদায় সংবর্ধনা উপজেলা পরিষদ অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিদায়কালে ইউএনও আজিজুল হক খান বলেন, ইউএনও হিসেবে এখানেই আমার প্রথম চাকরি। তাই এই গোয়ালন্দের কথা সারা জীবনেও ভুলব না। এখানকার মানুষেরা খুব ভালো। আমিও সর্বোচ্চ চেষ্টা করেছি তাদের জন্য ভালো সেবা দেয়ার। প্রার্থনা করি ভালো থাকুক গোয়ালন্দ উপজেলার প্রতিটি মানুষ। আমার কর্মজীবনে সেরা সঞ্চয় পেয়েছি আর সেটা হলো এখানকার মানুষের ভালোবাসা। উপজেলার সহকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদ কর্মীসহ সর্বস্তর হতে আমি কাজের ক্ষেত্রে অনেক রকমের সহায়তা পেয়েছি। কাজ আদায় করার জন্য হয়তো কারো বিরাগভাজন হয়েছি। অনেক সময় ইতিবাচক আবার কখনো নেতিবাচক ভাবে মানুষকে উপস্থাপন করা হয়। খোলা চোখ দিয়ে সবকিছু দেখা যায় না। চোখের আড়ালেও অনেক কিছু থাকে। তবে নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী।
২০২১ সালের ২৭ এপ্রিল গোয়ালন্দ উপজেলা ইউএনও হিসেবে যোগদান করেন আজিজুল হক খান মামুন। পদোন্নতী পেয়ে ঢাকার নারায়নগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পরবর্তী কর্মস্থলে যোগদান করবেন তিনি।
গত রবিবার গোয়ালন্দে নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন মো. জাকির হোসেন। তিনি সর্বশেষ মাদারীপুরের কালকিনি ও মানিকগঞ্জের শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari