দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ শাখাওয়াত হোসেন সোহানের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে বিনোদপুর বাসার সামনে রিকসা থেকে নামার পর মোটরসাইকেল যোগে অজ্ঞাতনামা ২জন দুর্বৃত্ত এসে পিছন থেকে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করে।
দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ শাখাওয়াত হোসেন সোহান বলেন, পেশাগত দায়িদ্ব পালন শেষে বাসায় ফেরার পথে ২নং রেল গেইট পার হয়ে বাসার সামনে রিকসা থেকে নেমে দাঁড়াই। হঠাৎ করেই মোটরসাইকেল যোগে ২জন পিছন থেকে আঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষণিক লোকজন উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। এখন বাসায় বিশ্রামে আছি। সুস্থ হয়ে আইনগত পদক্ষেপ নিবো। রাজবাড়ীর আলোচিত কয়েকটি বিষয় নিয়ে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশ করেছি। এ কারণে হামলা হতে পারে বলে ধারণা করছি। তবে আরও খোঁজখবর নিয়ে মামলা দায়ের করবো।
এদিকে, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ শাখাওয়াত হোসেন সোহানে উপর আতর্কিত হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা। হামলাকারীদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari