রাজবাড়ী জলোর কালুখালী উপজলোয় ভ্যান ও পকিআপরে মুখোমুখি সংর্ঘষে একজনরে মৃত্যু হয়ছে। গত বুধবার জলোর কালুখালী উপজলোর বোয়ালয়িা মোড় সংলগ্ন এলাকায় রাজবাড়ী-কুষ্টয়িা আঞ্চলকি মহাসড়করে এ র্দুঘটনাটি ঘট। নহিত ব্যাক্তরি নাম আমজাদ বশ্বিাস (৫২)। তনিি জলোর পাংশা পৌরসভার গুদবিাড়ি এলাকার মৃত ফটকি বশ্বিাসরে ছলে।
প্রত্যক্ষর্দশী সূত্র জানায়, পাংশা থকেে সোনাপুরগামী একটি ভ্যান ও রাজবাড়ী থকেে কুষ্টয়িাগামী একটি পকিআপরে মধ্যে মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলইে ভ্যানচালক আমজাদ বশ্বিাস মারা যান। র্দুঘটনার পর মহাসড়কে কছিু সময়রে জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
পাংশা হাইওয়ে থানার ওসি হারুন-অর-রশদি জানান, খবর পয়েে ঘটনাস্থলে পুলশি পাঠানো হয়। মরদহে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়ছে। পরর্বতী আইনগত ব্যবস্থা প্রক্রয়িাধীন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari