র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা গত মঙ্গলবার রাতে ফরিদপুর শহরের কি পাইলাম মোড় এলাকা থেকে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদহ গ্রামের কৃষক আমজাদ খান হত্যা মামলার আসামি ওবায়দুল মোল্লাকে গ্রেপ্তার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের গাবলা গ্রামের মো. মেহের মোল্লার ছেলে।
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গত ২৩ জুলাই তারিখে দুর্বৃত্তরা আমজাদ খানকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ২৪ জুলাই তারিখে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব বরাবর অধিযাচন পত্র পাঠানোর পর আসামিদের গ্রেপ্তারে তারা তৎপর হন। তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি ওবায়দুলের অবস্থান নিশ্চিত হওয়ার পর গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari