রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা গ্রামে গৃহবধূ লিপি হত্যা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে। তারা হলো রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম মুন্সিপাড়া গ্রামের জলিল মোল্লার সাইফুল মোল্লা (২৮) ও একই উপজেলার বাসিন্দা আঙ্গুরী বেগম।
বুধবার রাজবাড়ী জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে প্রথমে সাইফুল মোল্লাকে গ্রেফতর করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে আঙ্গুরী বেগমকে উত্তর দৌলতদিয়া, সাহাজুদ্দিন বেপারী পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
গত ১০ আগস্ট তারিখে ছোটভাকলা গ্রামে তার নিজ শয়ন কক্ষ থেকে পুলিশ লিপি আক্তারের মরদেহ উদ্ধার করে। তার স্বামী ইরাক প্রবাসী।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari