পদ্মা নদীতে তীব্র স্রোতে জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে করে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিন এ নৌরুটে সকাল ৯টা, দুপুর সাড়ে ১২টা, বিকাল ৫টা ও রাত ১০টায় ফেরি চলাচল করে। যাত্রীদের অভিযোগ, এ রুটে নিম্নমানের মাত্র দুটি ফেরি চলাচল করে। এর মধ্যে ‘করবী’ নামের ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। অন্য ফেরি ‘ক্যামেলিয়া’ এতোদিন চললেও গত সোমবার সকালে তীব্র স্রোতের কারণে মাঝ নদী থেকে ফিরে আসে। বিকেলে গৌরী নামের একটি ফেরি আরিচা থেকে আসে তারপর যানবাহন নিয়ে পাবনার নাজিরগঞ্জের উদ্দেশ্য ছেড়ে গেছে।
এ রুটে চলাচলকারী পরিবহনের শ্রমিক মারুফ জানান, তারা গত রোববার রাতে এসে বসে আছেন। সোমবার সকাল পর্যন্ত ফেরি ছাড়েনি। তারা ঘাট পার হয়ে নাজিরগঞ্জ যাবেন। কখন ফেরি ছাড়বে তা কেউ বলতে পারছে না।
ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক রবিউল ইসলাম জানান, নদীর তীব্র স্রোতের কারণে রুটের দুইটি ফেরি চলতে পারছে না। আরিচা ঘাট থেকে গৌরী নামে একটি ফেরি আনা হয়েছে। সোমবার বিকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আমরা ফেরির ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। সেপ্টেম্বর মাসে নতুন ফেরি পাওয়া যেতে পারে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari