সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র রিপন হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি জামাল পত্তনদারকে গ্রেপ্তার করেছে ভারতের মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। গত ৯ আগস্ট শনিবার ভারতের স্থানীয় একটি গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ব্রাঞ্চের ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট ৩৭ বছর বয়সি মোহাম্মদ জামাল হোসেন পত্তনদার ওরফে কুদ্দুস রহিম শেখকে দক্ষিণ মুম্বাইয়ের কামাঠিপুরা এলাকা থেকে গ্রেপ্তার করে। জামাল পত্তনদার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়ার ফেলু মোল্যা পাড়ার বাসিন্দা হোসেন পত্তনদারের ছেলে।
জানা গেছে, জামাল পত্তনদার ২০২৩ সাল থেকে ভারতে বসবাস করছিলেন এবং মিথ্যা ভারতীয় পরিচয় তৈরি করতে জাল কাগজপত্র ব্যবহার করছিলেন। তার কাছ থেকে একটি আধার কার্ড, প্যান কার্ড ও ভোটার আইডি কার্ডের ফটোকপি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি পাসবুক, আধার আপডেটের স্বীকৃতিপত্র এবং বাংলা ভাষায় লেখা আদালতের গ্রেপ্তারি পরোয়ানার একটি ফটোকপি জব্দ করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর মধ্যরাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিশ্ববিদ্যালয় ছাত্র রিপনকে মাথায় ও বুকে গুলি করে হত্যা করে পালিয়ে যান দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা বন্ধু ফরিদ শেখও গুলিবিদ্ধ হন। এ ঘটনায় রিপনের মামা খলিল মন্ডল বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
গত ২০২৩ সালের ৬ আগস্ট রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোছা. জাকিয়া পারভীন বিশ্ববিদ্যালয় ছাত্র সাইফুল ইসলাম রিপন হত্যা মামলায় জামাল পত্তনদারকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছিলেন। মামলার ১২ আসামিকে খালাস দেওয়া হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিল জামাল।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari