গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের শাস্তির দাবীতে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় গোয়ালন্দ বাজার শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক হেলাল মাহমুদের সভাপতিত্বে ও ফোরামের যুগ্ম সদস্য সচিব মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের যুগ্ম আহবায়ক ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি শামীম শেখ, সদস্য সচিব ও দৈনিক ইনকিলাব পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মোজাম্মেল হক লাল্টু, সদস্য ও দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি শেখ মমিন, সদস্য ও দৈনিক আজকের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি শাকিল মোল্লা, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকা ও এস টিভির গোয়ালন্দ প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম।
উপস্থিত ছিলেন গোয়ালন্দ সাংবাদিক ফোরামের যুগ্ম আহবায়ক ও দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি মইনুল হক মৃধা, ফোরামের সদস্য শরিফুল ইসলাম বাচ্চু, ফিরোজ আহম্মেদ, সাংবাদিক নাজমুল ইসলাম, রেজাউল করিম, ব্যবসায়ী অরুণ রাহা, হুমায়ুন আহম্মেদ প্রমুখসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও সকাল ১০ টায় গোয়ালন্দ প্রেসক্লাব এবং দুপুর ২ টায় গোয়ালন্দ সাংবাদিক ইউনিয়ন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari