পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে তীব্র স্রোত দেখা দেওয়ায় রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, ‘প্রবল স্রোতের মুখে ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না। পারাপারে সময় বেশি লাগার ফলে ফেরির ট্রিপসংখ্যা কিছুটা কমেছে। তবে, ঘাটে গাড়ির চাপ কম থাকায় উভয় প্রান্তে কোনো যানজট নেই।
রবিবার পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার (পানি পরিমাপক) সালমা খাতুন বলেন, ‘উজান থেকে নেমে আসা ঢলে পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে পানি ও স্রোত দুটোই বেড়েছে। বর্তমানে নদীর পানি ৭.৫৩ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বিপৎসীমা ৮.২০ মিটারের নিচে রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, রবিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি ১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে গত দুই দিনে এই পয়েন্টে মোট ২৩ সেন্টিমিটার পানি বাড়ল।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari