রাজবাড়ীর পাংশা-কালুখালীর সীমান্তবর্তী স্থানে সড়ক দুর্ঘটনায় ফেরদৌস আলী (৫৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গত বুধবার রাত পৌনে ১১টার দিকে পাংশা কলেজমোড় এলাকায় ইট ভাটার সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, মোটরসাইকেলে চালানো অবস্থায় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পথচারিরা তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. পলাশ তাকে মৃত ঘোষণা করেন। নিহতের কাছে পাউয়া এন আই ডি কার্ডের তথ্য অনুযায়ী সে ঢাকা মোহাম্মদপুর আগারগাঁও তালতলি সরকারি কলোনী হিন্দোল-গ ২০১ এলাকার আব্দুল গনী মোল্লার ছেলে। সংবাদ পেয়ে নিহতের স্বজনরা তার মরদেহ নিয়ে গেছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
পাংশা হাইওয়ে থানার ওসি মো. হারুন বলেন, এ বিষয়ে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari