চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় পুড়া পলাশকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা ও ডিবি পুলিশ। সে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার টাবলু বিশ্বাসের ছেলে।
রাজবাড়ী জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চাঁদা চেয়ে না পেয়ে গত ১৪ জুলাই তারিখে ব্যবসায়ী সিদ্দিক শেখকে মারধর করে কয়েক দুর্বৃত্ত। এ ঘটনায় সিদ্দিক শেখ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার পাঁচজনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেন।
রাজবাড়ী সদর থানা পুলিশ ও রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথ্য প্রযুক্তি ব্যবহার ও সোর্সের মাধ্যমে পুড়া পলাশকে দৌলতদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে। তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়। এ ঘটনায় তদন্তে প্রাপ্ত একজনসহ মোট ৫ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari