বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, বাল্যবিবাহ নিরোধ বিধিমালা ২০১৮,জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০৩০, জেন্ডার সমতা ও শিশু সুরক্ষা বিষয়ক দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন গত ১৩ ও ১৪ জুন রাজবাড়ী অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলা প্রশাসন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের বাস্তবায়নে আয়োজিত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসাক ও জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সভাপতি আবু কায়সার খান।
সেশন পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহাবুর রহমান শেখ ও সূবর্ণা রাণী সাহা, জেলা শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আজমির হোসেন, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর চাইল্ড প্রোটেকশন স্পেশালিষ্ট সুমনা চৌধুরী।
ওরিয়েন্টেশন পরিচালনা করেন ঢাকা আহসানিয়া মিশনের জেলা সমন্বয়কারী কবির হোসেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari