রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে জনগণের ভোগান্তি লাঘবে এবং অন্যান্য সেবার মান গতিশীল ও জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিতে দ্বিতীয় দফায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে যোগদান করেন উপজেলা আইসিটি বিষয়ক কর্মকর্তা মো. নিজাম উদ্দিন। এর আগে গত বৃহস্পতিবার ৩১ জুলাই রাজবাড়ী জেলা প্রশাসক থেকে যোগদানের অনুমতি পেয়ে রবিবারে পরিষদে যোগদান করেন তিনি।
জানা যায়, গত বছরের ৩০ ডিসেম্বর দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদসহ সদস্যদের মেয়াদউর্ত্তীণ হয়। দীর্ঘ ৫ বছর দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন আব্দুর রহমান মন্ডল। তার মেয়াদ শেষ হওয়ার পরিষদে প্রশাসক পদে দায়িত্ব পালন করেন গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান। তিনি গত বছরের ৪ ডিসেম্বর হতে চলতি বছরের ৩০ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন। দুই মাস আগে বদলিজনিত কারণে তিনি অন্যত্র চলে যান। ৩ আগস্ট হতে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্ব পান উপজেলা আইসিটি বিষয়ক কর্মকর্তা মো. নিজাম উদ্দিন।
উপজেলার ৪ ইউনিয়নের মধ্যে দুই ইউনিয়ন পরিষদ (দৌলতদিয়া ও দেবগ্রাম) চেয়ারম্যানদের মেয়াদউর্ত্তীণ হওয়ায় তাদের বাতিল করা হয়েছে। এসব শূন্যস্থানে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari