'মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ে তুলি' স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দৌলতদিয়া হেলিপোর্ট মাঠে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলায় পাবনা নগরবাড়ী ফুটবল একাদশ ২-০ গোলে দৌলতদিয়া ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করেন।
হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মো. সুলতান মোল্লার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের সদস্য মো. সোহেল মোল্লা, মো. আলামিন মোল্লা, মো. রজব আলী, শাকিল সরদার প্রমুখসহ অন্যান্য সদস্য মন্ডলী এবং খেলাপ্রিয় দর্শক।
হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মো. সুলতান মোল্লা বলেন, হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইনের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় এ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেন, খুব শীঘ্রই হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে গোয়ালন্দ উপজেলাব্যাপী একটি বড় টুর্নামেন্ট পরিচালনা করা হবে। খেলা শেষে দুদলের হাতে ট্রফি তুলে দেয়া হয়। প্রীতি ম্যাচে চমৎকার খেলা প্রদর্শন করে বিজয়ী দলের গোলকিপার ইলিয়াস ম্যাচ সেরা নির্বাচিত হন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari