ফরিদপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চালক শওকত মোল্লা হত্যা মামলায় ৫ জনকে ফাঁসির আদেশ ও একজনকে ১০ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাকসুদুর রহমান এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় ছয় আসামির মধ্যে ৫ জন আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৪ নভেম্বর শহরের পশ্চিম খাবাসপুর এলাকা থেকে শওকত মোল্লার ইজিবাইক ভাড়া করে কয়েকজন যুবক। পরে তারা শওকত মোল্লাকে শহরের বাইপাশ এলাকায় নিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে ইজিবাইকটি নিয়ে বিক্রি করে দেয়। এ ঘটনায় নিহতের বাব বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের সনাক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি শেষে ৫ জনকে ফাঁসির আদেশ এবং একজনকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দেন। দন্ডপ্রাপ্তরা হলেন শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মেহেদী হাসান, মো. জনি মোল্যা, রাসেল শেখ, রাজেস রবি দাস, গোয়ালচামট এলাকার রবিন মোল্যা। এদের মধ্যে রাসেল শেখ পলাতক। আর ইজিবাইক ক্রেতা রাজবাড়ী জেলার মজলিশপুর এলাকার বাদশা শেখকে ১০ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari