রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২০জন অসহায় দুস্থ পরিবারের মাঝে ২টি করে ছাগল প্রদান করা হয়েছে।
সোমবার সকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার আয়োজনে উপকারভোগীর মাঝে দুইটি করে ছাগল বিতরণ করা হয়। ছাগল বিতরণ কালে উপস্থিত ছিলেন জঙ্গল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রমা সরকার, সংস্থার সাধারণ সম্পাদিকা নাসিমা বেগম, পরিচালক মোকাররম হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার পরিচালক মোঃ মোকারম হোসেন বলেন, দীর্ঘদিন যাবৎ এলাকার গরীব, অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধিদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষে বিনামূল্যে ছাগল বিতরণ করে আসছি। এ ছাগল পালন করে অনেকেই সফলতা ও সচ্ছলতা এনেছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari