রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামে রমেশ চন্দ্র সরকারের বাড়ীতে ডাকাতির ঘটনায় আরও একজন গ্রেফতার হয়েছে। তার নাম কামাল কাজী। মঙ্গলবার সকালে মধুখালী উপজেলার গাড়াকোলা থেকে তাকে গ্রেফতার করে বালিয়াকান্দি থানার পুলিশ। সে বালিয়াকান্দি উপজেলার রহমতপুর গ্রামের লতিফ কাজীর ছেলে। ।
বালিয়াকান্দি থানা সূত্র জানায়, গত ২৭ জুন তারিখ গভীর রাতে ৭/৮ জন অজ্ঞাতনামা ডাকাত রমেশ সরকারের বসত বাড়ীতে ধারালো অস্ত্র দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুন্ঠন করে। ডাকাতদের সবার মুখ গামছা দিয়ে পেচানো, পরনে গেঞ্জি, হাফ প্যান্ট ও খালি পায়ে ছিল। ডাকাতির এক পর্যায়ে বাদীর ভাতিজা বউ সুনীতা রানী সরকার তার মোবাইল নাম্বার হইতে আশে পাশের লোকজনদেরকে জানালে আশে পাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পটকা ফুটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় রমেশ চন্দ্র সরকার ২৭ জুন তারিখে বালিয়াকান্দি থানায় মামলা করেন। এর আগে পুলিশ মকদুল মিয়া ওরফে মাহিম(২৪) এবং রাশেদুল ইসলাম (৪০) নামে দুজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা রাজবাড়ীর আদালতে স্বীকারোক্তীমূলক জবানবন্দী দিয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari