রাজবাড়ীর গোয়ালন্দে বিভিন্ন দেশে বসবাসরত বর্তমানে গোয়ালন্দে অবস্থান করছেন সেসকল প্রবাসী এবং গোয়ালন্দ প্রবাসী ফোরামের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। সোমবার বিকেল ৪ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ প্রবাসী ফোরাম আয়োজিত জমজমাট এ প্রীতি ফুটবল ম্যাচে গোয়ালন্দ প্রবাসী ফোরাম (গোয়ালন্দে অবস্থানরত প্রবাসী) বনাম গোয়ালন্দ প্রবাসী ফোরাম (স্বেচ্ছাসেবক) দল একে অপরের মোকাবেলা করে। অতিথি হিসাবে মাঠে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান ও গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম।
গোয়ালন্দ প্রবাসী ফোরামের সমন্বয়ক সিঙ্গাপুর প্রবাসী মো. জাহাঙ্গীর মোল্লা ও আমেরিকা প্রবাসী সোহানুর রহমান সোহান বলেন, গোয়ালন্দ প্রবাসী ফোরাম একটি অরাজনৈতিক ও অলাভজনক অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন। সংগঠনটি দেশের বাইরে অবস্থানরত প্রবাসীদের হাতে গড়া সংগঠন। সংগঠনটি মূলত গোয়ালন্দের অসহায়, হতদরিদ্র এবং গোয়ালন্দে ঘটে যাওয়া বিভিন্ন দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্যই গঠিত। আমরা যারা গোয়ালন্দের সন্তান কাজের তাগিদে প্রবাসে বসবাস করি, তারাই মূলত নিজেদের আয়ের কিছু সঞ্চয় থেকে সংগঠনের মাধ্যমে অসহায়, দরিদ্র এবং বিভিন্ন দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তারা আরও বলেন, আমরা যেহেতু প্রবাসী তাই সব সময় মানবিক ও সামাজিক কাজে আমরা সরাসরি থাকতে পারি না। আমাদের সংগঠনের বিভিন্ন কার্যক্রম সফল করতে গোয়ালন্দের বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক স্বইচ্ছায় কাজগুলো সফল করে থাকেন ঠিক তাদের সাথে মিলনামেলা এবং গোয়ালন্দে অবস্থানরত সাবেক ও বর্তমান প্রবাসীদের নিয়ে এই প্রীতি ম্যাচটি মূলত আয়োজন করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari