রাজবাড়ীতে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে স্মরণসভা, শোকর্যালি ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের উদ্যোগে শনিবার সন্ধ্যায় এ কর্মসূচি পালিত হয়।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি শোক র্যালি বের হয়ে রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্ত্বরে গিয়ে শেষ হয়। সেখানে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক শংকর চন্দ্র সিনহা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ। এতে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড আবদুস সামাদ মিয়া, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, জেলা উদীচীর সহসভাপতি আজিজুর হাসান, সাংগঠনিক সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস, দপ্তর সম্পাদক সুমা কর্মকার। এরপর মোমবাতি প্রজ্জ্বলন শেষে নিহতের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari