রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া মডেল হাইস্কুলে জলবায়ু বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত প্রতিযোগীতায় শিক্ষার্থীদের দুটি দল অংশ নেয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা ও সহযোগিতায় স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে এ প্রতিযোগিতার আয়োজন করেন। ‘জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগই যথেষ্ট নয়, স্থানীয় উদ্যোগও আবশ্যক’ বিষয়ে বিপক্ষ দল জয়লাভ করে। দলের বক্তারা হলেন রিনা আক্তার (দলনেতা), সুরভি আক্তার , মদিনা ও রিক্তা খাতুন। পক্ষ দলের বক্তারা ছিলেন নদী আক্তার (দলনেতা), রিমি খাতুন, জেরিন ও সোনালী। যৌথভাবে সেরা বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের দলনেতা রিনা আক্তার(৯ম শ্রেণি) ও পক্ষ দলের দলনেতা নদী আক্তার (৯ম শ্রেণি)।
বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম। মডারেটরের ভূমিকায় ছিলেন বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারি শিক্ষক মোহাম্মদ কামরুল হাসান। বিতর্ক শেষে উভয় দলের প্রত্যেক সদস্যকে পুরস্কার প্রদান করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari