রাজবাড়ীতে শুক্রবার কর্ণেল তাহের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বিকেল ৫টায় জেলা উদীচী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি স্বপন কুমার দাসের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ, বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার নেতা মোহন মন্ডল, সাধারণ সম্পাদক উজ্জল গুহ, ছাত্রনেতা স্বজন দাস প্রমুখ।
লেফটেন্যান্ট কর্নেল আবু তাহের, বীর উত্তম ১৯৩৮ ১৪ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলাদেশি সেনা অফিসার, মুক্তিযোদ্ধা এবং বামপন্থী বিপ্লবী নেতা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ছিলেন ১১ নং সেক্টরের সেক্টর কমান্ডার। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য তিনি বীর উত্তম খেতাব লাভ করেন। ১৯৭৬ সালের ২১ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari