রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদাৎ মেম্বার পাড়া এলাকায় এক অদ্ভুত ঘটনার শিকার হয়েছেন রুহুল আমীন (৩৯) নামের এক ব্যক্তি। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নিজ বাসা থেকে তার মূল্যবান সোনার গহনা ও একটি স্মার্টফোন রহস্যজনকভাবে হারিয়ে গেছে বলে তিনি অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি গোয়ালন্দ ঘাট থানায় পৃথকভাবে দুটি সাধারণ ডায়েরি করেছেন।
রুহুল আমীনের গ্রামের বাড়ি উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামে হলেও বর্তমানে তিনি শাহাদাৎ মেম্বার পাড়ায় বসবাস করছেন। তার বাবার নাম মো. হসচেন পত্তনদার। ঘটনার দিন তিনি বাসায় অবস্থান করছিলেন এবং প্রতিদিনের মতো কাজকর্মে ব্যস্ত ছিলেন। এ সময় অসাবধানতাবশতভাবে তার ঘরে রাখা সোনার গহনা ও ব্যবহৃত স্মার্টফোন উধাও হয়ে যায়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari