রাজবাড়ীর গোয়ালন্দে থানা পুলিশ নিয়মিত মামলায় নাবালিকা দুইজন শিশুকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে সমকামীতার অভিযোগ রয়েছে। গত বুধবার বিকেল ৪ ঘটিকার সময় গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের দিকনির্দেশনায় থানা পুলিশের এসআই মো. ফারু হোসেন (বিপিএম) সংগীয় ফোর্সসহ গোয়ালন্দ ঘাট থানাধীন নুরু মন্ডল পাড়ার ৩ নং আসামী জুলহাস মোল্লার বাড়ি হতে তাদের গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোয়ালন্দ ঘাট থানার এফআইআর নং-৩৫ এর ধারা-৩৭৭/১১৪ প্যানাল কোড, ১৮৬০ রুজু করা হয়। তিনি আরও জানান এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari