রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়া এলাকা থেকে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে ৮ জন জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের দিক নির্দেশনায় এসআই মো. সেলিম মোল্যা সঙ্গীয় ফোর্সসহ দৌলতদিয়া পূর্বপাড়া পতিতাপল্লীর ২নং গেট সংলগ্ন ‘মা-বাবার দোয়া’ নামক টিনসেড বোর্ডিংয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন তাহের কাজীর পাড়া এলাকার মৃত সিদ্দিক মন্ডলের ছেলে মো. সাইমুদ্দিন মন্ডল (৩৯), একই উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের রসুলপুর এলাকার মৃত রুস্তম মোল্লার ছেলে মান্নান মোল্লা (৪০), দৌলতদিয়া ইউনিয়ন হোসেন মন্ডল পাড়া এলাকার ফেলু মোল্লার ছেলে সোহাগ মোল্লা (৪৪), সৈদাল পাড়া এলাকার মৃত মনিন্দ্র মজুমদারের ছেলে শ্রী শংকর কুমার মজুমদার (৪৫), রাজবাড়ী সদর উপজেলার বড় ভবানিপুর এলাকার মৃত কাদের দেওয়ানের ছেলে সুজন দেওয়ান (৩৯), মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আলুরদিয়া এলাকার সন্তেষ আলী শেখের ছেলে নওশের ওরফে নজরুল (৫০), একই জেলার ঘিওর থানার উভাজানি এলাকার আব্দুর রশিদের ছেলে মো. রফিক (৪২) ও মাদারীপুর জেলার কালকিনি থানার পূর্ব জাগির এলাকার মৃত লাল শরীফের ছেলে আনোয়ার হোসেন রিপন (৪০)। এসময় তাদের কাছ থেকে তাস ও জুয়া খেলার নগদ টাকা জব্দ করা হয়।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করে বুধবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari