গতকাল বুধবার সকালে রাজবাড়ী সদর থানার পুলিশ রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করেছে। তারা হলো রাজবাড়ী সদর উপজেলার ধুঞ্চি এলাকার ওসমান আলীর ছেলে মো. মাজেদ আলী, জমির উদ্দিনের ছেলে ওমর আলী, চরনারায়ণপুর গ্রামের মৃত সোনাই সরদারের ছেলে জলিল সরদার ও খলিল সরদার, চরলক্ষীপুর গ্রামের রহিম মিয়ার ছেলে সুজন মিয়া এবং সকিমুদ্দিন শেখের ছেলে আব্দুল লতিফ সেখ।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, এরা বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আসামি। বুধবার সকলকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari