ঢাকার মাইলস্টোন স্কুলে ট্রাজেডির ঘটনায় অন্তরবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে জেলা শহরের রাজবাড়ী প্রেসক্লাবের সামনে রাজবাড়ীর সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী ও এইচএসসি ২০২৫ এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
শহরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলটি প্রধান সড়ক হয়ে ১ নম্বর রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বর প্রদক্ষিণ করে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য শেষে উত্তরায় বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারি কলেজ ও রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী রাফি আহমেদ, উম্মে সাদিয়া, তাফসিন হক, তাহসিন বিন আতিয়ার তামিম, মো. রেজাউল প্রমুখ।
বক্তারা বলেন, সোমবারের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। লাশের সংখ্যা আরও অনেক বেশি বলে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের আমাদের বন্ধুদের কাছ থেকে জানতে পেরেছি। কিন্তু প্রশাসন লাশের সংখ্যা নিয়ে রাজনীতি করছে। এটা মেনে নেওয়া হবে না। লাশের সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে। আমরা আজকের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা স্থগিত রাখতে বলেছিলাম। কিন্তু রাত তিনটার দিকে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। এতে করে অনেক শিক্ষাথী বিষয়টি জানতে না পেরে পরীক্ষা হলে উপস্থিত হয়েছে। এছাড়া পরীক্ষার খাতা দেখার মান উন্নয়ন করা হয়নি। প্রশ্নপত্রে ভুল থাকে। এসময় সারাদেশে একই প্রশ্নপত্রে পাবলিক পরীক্ষা নেওয়ার দাবিতে আগামীতে মাঠে নামার ঘোষণা দেওয়া হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari