রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার পেতে রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অপরিচ্ছন্নতা, ওষুধ সংকট, জনবল সংকট ও তদারকির অভাবে হাসপাতালটিতে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
একজন মাত্র শিশু বিশেষজ্ঞ ডাক্তার থাকায় শিশু সন্তান নিয়ে ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে শিশুদের মায়েরা নিজেরাই অসুস্থ হয়ে যায়। একই চিত্র অর্থপেকডিক্স বিভাগে। একটি মাত্র হাড়ের ডাক্তার থাকায় সেখানেও রুগীদের লম্বা লাইন। রয়েছে অন্যান্য ডাক্তারের সংকট। ময়লাযুক্ত ড্রেনের কারনে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিটি ওয়ার্ডের বাথরুমে দুর্গন্ধের তীব্রতায় সুস্থ মানুষেরও অসুস্থ হবার উপক্রম হয়।
ময়লাযুক্ত পুরাতন বেডসিট সেটাও আবার মঝে মধ্যে পাওয়া যায় না। জেনারেটর না থাকায় বিদ্যুৎ চলে গেলে প্রচন্ড গরমে অসহনীয় কষ্ট করতে হয় রোগী ও স্বজনদের। মেলেনা প্রয়োজনীয় ওষুধ। বছরের পর বছর ধরে ওষুধের সংকট দেখানো হয়। নামমাত্র কয়েকটি ওষুধ দিয়ে বাদ বাকি প্রয়োজনীয় ঔষধ বাইরের ফার্মেসী থেকে কিনতে বলা হয়।
নাম প্রকাশ না করার শর্তে কেউ কেউ অভিযোগ করে বলেন, হাসপাতালের কর্মকর্তা কর্মচারি এবং তাদের আত্মীয় স্বজন ইচ্ছামত ঔষধ নিয়ে যায়। দুটি অ্যাম্বুলেন্স থাকলেও নেই ড্রাইভার। যে কারণে স্বল্প খরচে অ্যাম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত রোগীরা। নার্সদের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও রয়েছে প্রচুর। দীর্ঘ বছর এমন অবস্থা চললেও এর যেন কোনো সমাধান নেই। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার মাধ্যমে জনভোগান্তি দূর করে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা উচিৎ।
এবিষয়ে উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবাতদত হোসেন বলেন, নিয়ম অনুসারে কনসালাটেন্ট, বিশেষজ্ঞ, সাধারণ মেডিকেল অফিসার সব মিলে ৩১ জন ডাক্তার থাকার কথা থাকলেও সব মিলিয়ে আছে মাত্র ৯ জন। হাসপাতালের ধারন ক্ষমতার চাইতে দু গুণ থেকে তিন গুণ বেশি রোগি হওয়ায় অধিকাংশ সময়ই চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। তবে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম নিয়মিতই হয়। চালক না থাকায় অ্যাম্বুলেন্স সেবা দেয়া সম্ভব হচ্ছে না। এসকল বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari