সোমবার জাতীয়তাবাদী শ্রমিক দল রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমান সম্পর্কে অশালীন মন্তব্য করার প্রতিবাদে বিকেল সাড়ে পাঁচটায় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে রাজবাড়ী শহরের মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাজবাড়ীূ জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মন্ডল। বক্তৃতা করেন সাধারণ সম্পাদক শাহ আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহ আলম বলেন, আজকে জুলাই আগস্টের সেন্টিমেন্ট নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রী শ্রমিক জনতা মেহনতীরা আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করেছে যারা আহত হয়েছে তাদের ইমোশনকে পুঁজি করে বাংলাদেশের রাজনীতিতে একটি দল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশে এ ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন হবে না। এই ধরনের ষড়যন্ত্র বাংলাদেশের রাজনীতিতে যেনো অস্থিতিশীল পরিবেশ করতে না পারে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে যাতে বাধাগ্রস্ত না করতে পারে সেই কারণে রাজবাড়ী জেলা বিএনপিসহ আপামার জনতাকে নিয়ে আমরা দুর্বার প্রতিরোধ গড়ে তুলবো।
জেলা শ্রমিক দলের সভাপতি আ. গফুর মন্ডল বলেন, জামায়াত শিবির কে হুশিয়ার করে দিতে চাই জামায়াতের সাথে মোকাবেলার জন্য শ্রমিক দলই যথেষ্ট। এজন্য সামনের দিনে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের নেতা কে নিয়ে কটুক্তি করেন তাহলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari