রাজবাড়ী বালিয়াকান্দিতে জুলাই আন্দোলনে নিহত শহিদ সাগরের কবর জিয়ারত করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। রবিবার বিকালে নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া এলাকায় সাগরের কবর জিয়ারত কালে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সহ সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো ফরিদ আহমেদ আশিক,মো বাচ্চু মন্ডল, উপজেলা যুবদলনেতা মো শিমুল মাহমুদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক মো রাকিব বিল্লা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মো. ফিরোজ,শামিম মন্ডল প্রমুখ।
উপজেলা বিএনপির সহ সভাপতি মো আসাদুজ্জামান আসাদ বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা গনতন্ত্র পুনরুদ্ধার করেছি। শহিদ সাগরের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দিব না। দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু একটি মহল এই নির্বাচন বানচালে দেশে বিদেশে ষড়যন্ত্র করছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari