রাজবাড়ীতে স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের ফুল, রুটিন পেপার ও শিক্ষা সামগ্রী দিয়ে বরণ করেছে কলেজ শাখা ছাত্রদল। সোমবার সকাল ১১ টার দিকে রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তানভীর খান রনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজন মন্ডলের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসজাদ হোসেন আজাদ, আতিয়ার শিকদার আতিক, রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মো. টোকন মন্ডল। এসময় রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুজন আলী, সহ-সভাপতি হাবিব মুন্সী, সামিরা রহমান, সোহাগ মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক সিজানুর রহমান শুভ, আল মিসাইল, ইকরাম হোসেন সেলিমসহ কমিটির বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ছাত্রদল শিক্ষা ও সংস্কৃতিবান্ধব সংগঠন। ছাত্রদল কখনো হোস্টেল বাণিজ্য, সন্ত্রাস ও চাদাবাজী করে না এবং এসকল কর্মকান্ডকে সমর্থনও করে না। রাজবাড়ী সরকারি কলেজে একটি সময়ে অনার্স-মাস্টার্স কোর্স ছিল না। রাজবাড়ীতে চলমান এই অনার্স-মাস্টার্স কোর্সটি আমাদের ছাত্রদলের দীর্ঘদীনের বহু আন্দোলন-সংগ্রামের ফল। এটা রাজবাড়ী ছাত্রদলের জন্য অতি গর্বের বিষয়। এসময় কলেজ শিক্ষার্থীদের কলেজ কেন্দ্রীক যে কোনো সমস্যায় এবং যৌক্তিক দাবি আদায়ে পাশে থাকার আশ্বাস দেন উপস্থিত নেতা-কর্মীরা।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari