রাজবাড়ী সদর উপজেলা পরিষদে সোমবার দিনভর নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ হলরুমে জন্ম মৃত্যু নিবন্ধন বাল্যবিয়ে ও মাদক বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মারিয়া হকের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও গ্রাম পুলিশগণ সরকারের একটি অংশ। সঠিক ভাবে জন্ম নিবন্ধনে সহযোগিতাসহ বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং রোধে সবাইকে আন্তরিকতার সাথে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। তিনি একটি আধুনিক ও সুন্দর উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও গ্রাম পুলিশের প্রতিনিধিগণ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সভা শেষে উপজেলা মৎস্য অফিসের সামনে খোলা একুরিয়ামে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপন ও সংস্কার কাজের উদ্বোধন করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari